মোস্তফা পেপারের শেয়ার হস্তান্তরে আদালতের নিষেধাজ্ঞা

নতুনদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ এএম

চট্টগ্রাম অর্থঋণ আদালত

ওয়ান ব্যাংকে থাকা মোস্তফা পেপার কমপ্লেক্সের ১৫ লাখ ৩৪ হাজার ২১০টি শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

রবিবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। 

এর আগে ন্যাশনাল ব্যাংক আগ্রাবাদ শাখা মোস্তফা পেপার কমপ্লেক্সের শেয়ার বিক্রি হওয়ার আশঙ্কা প্রকাশ করে সেগুলো অগ্রীম ক্রোক করার আবেদন জানান। সেই প্রেক্ষিতে আদালত এই রায় দেন। 

বিষয়টি নিশ্চিত করেন, অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম। 

মামলার নথি থেকে জানা গেছে, চলতি বছরের জুলাইয়ে ডিক্রিদার ন্যাশনাল ব্যাংক দায়িক প্রতিষ্ঠান মোস্তফা কমপ্লেক্সের ৯ জনের বিরুদ্ধে একটি ঋলখেলাপী মামলা করেন। এতে প্রতিষ্ঠানটিসহ চেয়ারম্যান তাইসির রহমান, ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান, তার বাবা হেফাজতুর রহমান, মোহাম্মদ কপিল উদ্দিন, তার ভাই মোহাম্মদ শফিক উদ্দিন, জহির উদ্দিন, জসিম উদ্দিন, কামাল উদ্দিনকে বিবাদী করা হয়েছে।

এতে বলা হয়, বিবাদীরা ন্যাশনাল ব্যাংক থেকে ঋণের ২৮০ কোটি ২১ লাখ ৬২ হাজার ৭০০ টাকা পরিশোধ করেননি। এই ঋণে ৪ নম্বর দায়িক হেফাজতুর রহমান বন্ধকদাতা ও গ্যারান্টার হয়েছেন। ওয়ান ব্যাংক পিএসসিতে তাদের ১৫ লাখ ৩৪ হাজার ২১০টি শেয়ার রয়েছে। যার মূল্য এক কোটি ৫৩ লাখ ৪২ হাজার ১০০ টাকা।

ডিক্রিদার ন্যাশনাল ব্যাংক তার আবেদনে বলেছে, মোস্তফা পেপার কমপ্লেক্সের মালিকরা ঋণখেলাপী। তাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকে মামলা আছে। ব্যাংক যে টাকাগুলো পাবে সেগুলো প্রকারান্তরে জনগণের টাকা। তারা শেয়ারগুলো বিক্রি করে দেওয়ার পাঁয়তারা করছেন।