হত্যা মামলায় কারাগারে ব্যারিস্টার মেহেদী

নতুনদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৯ এএম

ব্যারিস্টার মেহেদী হাসান

বৈষম্যবিরোধী আন্দোলনে এক হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

রবিবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এ আদেশ দেন।

আন্দোলনের সময় রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেলকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

রবিবার সকালে তাকে আদালতে হাজির করা করে পুলিশ এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক।

শুনানিতে মেহেদী হাসানের আইনজীবী এহসানুল হক সমাজী জামিন চেয়ে আবেদন করেন। আর রাষ্ট্রপক্ষ জামিন আবেদনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর সময় গত ১০ সেপ্টেম্বর ব্যারিস্টার মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা বেলা ১১টার দিকে রাজধানীর আদাবর থানার রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হন। পরে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন নিহতের বাবা রফিকুল ইসলাম। মামলায় অন্যান্যের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ক্রিকেটার সাকিব আল হাসাকে আসামি করা হয়েছে।