হুয়াওয়ে মেট এক্সটি বিশ্বের প্রথম ট্রাই ফোল্ডিং স্মার্টফোন

নতুনদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ এএম

চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে অবশেষে বিশ্বের প্রথম ট্রাই ফোল্ডিং বা তিন ভাঁজযোগ্য স্মার্টফোন উন্মোচন করেছে। গত সপ্তাহে বহুল প্রতীক্ষিত ‘হুয়াওয়ে মেট এক্সটি’ ট্রাই ফোল্ডিং স্মার্টফোন সবার সামনে এনেছে হুয়াওয়ে। এই মেট এক্সটি ডিভাইস ট্রাই ফোল্ডিং প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য মাইলফলক। 

মেট এক্সটির ট্রাই ফোল্ডিং ডিজাইনের কারণে তুলনামূলক বড় স্ক্রিনের সুবিধা পাওয়া যাবে। ফোনটির পর্দার আকার ৬ দশমিক ৪ ইঞ্চি হলেও, ভাঁজ খুলে ১০ দশমিক ২ ইঞ্চির পর্দা ব্যবহার করা যায়। ফলে প্রয়োজনে ট্যাবলেট কম্পিউটার হিসেবেও ব্যবহার করা যায় ফোনটি।

এই ডিভাইস বাজারের অন্যান্য সাম্প্রতিক ফোল্ডেবল ফোনগুলোর মতো পাতলা ও হালকা। তবে এর সঙ্গে বড় ধরনের পার্থক্য হলো এটি ঐতিহ্যগত ভি-আকৃতির পরিবর্তে জেড আকারে ভাঁজ করা যায়। জেড আকারে ভাঁজের একটি অংশ পেছনের দিকে এবং অন্য অংশ সামনের দিকে ভাঁজ করতে হয়। তাই মেট এক্সটি ভাঁজ করতে কিছুটা অভ্যস্ত হওয়ার প্রয়োজন হবে।

তিন ভাঁজযোগ্য হওয়া সত্ত্বেও মেট এক্সটি বেশ পাতলা। যখন এটি ভাঁজ করা হয়, মাত্র ১২ দশমিক ৮ মিমি পুরু হয়। তবে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড সিক্স-এর ১২ দশমিক ১ মিমি ভাঁজ অবস্থার চেয়ে সামান্য পুরু এটি। ডিসপ্লের প্রান্তগুলো অত্যন্ত পাতলা, বিশেষ করে যখন একই আকারের ট্যাবলেটের সঙ্গে তুলনা করা হয়।

হুয়াওয়ের তথ্যমতে, হারমনি ৪.২ অপারেটিং সিস্টেমে চলা ২৯৮ গ্রাম ওজনের ফোনটির পুরুত্ব ৩ দশমিক ৬ মিলিমিটার। ফলে বাজারে প্রচলিত বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ফোনের তুলনায় এই ফোন বেশ পাতলা। ১৬ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটিতে সংস্করণভেদে ২৫৬ ও ৫১২ গিগাবাইট এবং ১ টেরাবাইট ধারণক্ষমতা রয়েছে। সংস্করণভেদে ফোনটির সর্বনিম্ন দাম ধরা হয়েছে ২ হাজার ৮০০ ডলার।

ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাসহ ১২ মেগাপিক্সেলের ১টি করে পেরিস্কোপ টেলিফোটো ও আল্ট্রাওয়াইড ক্যামেরা। আর সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

মেট এক্সটিতে ব্যবহার করা হয়েছে উন্নত ব্যাটারি প্রযুক্তি, যার কারণে এটি পাতলা ডিজাইনে তৈরি সম্ভব হয়েছে। ডিভাইসটিতে রয়েছে ৫ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারি কমপ্যাক্ট হলেও ৬৬ ওয়ার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে।

সাধারণত ভাঁজযোগ্য ফোনে প্রাইমারি ও কভার ডিসপ্লে নামে দুটি পর্দা থাকে। তবে হুয়াওয়ের মেট এক্সটি মডেলের ফোনটিতে একটিই ওএলইডি পর্দা রয়েছে, যা সহজেই ভাঁজ খুলে বা বন্ধ করে ব্যবহার করা যায়।

হুয়াওয়ের ফোল্ডেবল স্মার্টফোনটি প্রযুক্তিপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করেছে। ফোনটি চীনে আনুষ্ঠানিকভাবে ২০ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে।