দুর্ঘটনায় আহত মাকে দেখতে গিয়ে ছেলের মৃত্যু

নতুনদেশ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৩ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় আহত মাকে দেখে অসুস্থ হয়ে মারা গেছেন সোহেল মিয়া নামের এক যুবক। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

সোহেল মিয়া উপজেলার ৪নং আখাউড়া উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের কৌড়াতলীর বকুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন সোহেলের মা মাজেদা বেগম। এ সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মাজেদা বেগমকে ধাক্কা দেন। এতে আহত মাজেদা বেগমকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। খবর পেয়ে সেখানে ছুটে যান সোহেল। হাসপাতালে মাকে রক্তাক্ত অবস্থায় দেখেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোহেল মারা যান।

আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মো. কুদ্দুস খান জানান, মাকে রক্তাক্ত অবস্থায় দেখে অসুস্থ হয়ে পড়েন সোহেল। পরীক্ষা-নিরীক্ষা করে করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।