জীবে পরিবহন অধ্যায়ের ২১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এসএসসি জীববিজ্ঞান

নতুনদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৭ এএম

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
গ্রীষ্মের দুপুরে প্রান্ত স্কুল থেকে বাসায় ফিরার পথে দেখল রাস্তার ডিভাইডারে কিছু গাছ লাগানো আছে। গাছগুলোর পাতা নিস্তেজ ও প্রচুর ধুলাযুক্ত।
১৬। গাছগুলোয় শর্করা তৈরির কোন উপাদানের অভাব রয়েছে?
(ক) কার্বন ডাই-অক্সাইড    
(খ) তাপমাত্রা
(গ) পানি     
(ঘ) ক্লোরোফিল
১৭। প্রান্তের দেখা জীবগুলো যে, রাজ্যের অন্তর্ভুক্ত, সেই রাজ্যটি-
i. পরিবেশ ঠাণ্ডা রাখে    
ii. ধোঁয়া নিয়ন্ত্রণ করে
iii. মানবসভ্যতা রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii     (খ) i ও iii 
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii
১৮। কোনটিকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়?
(ক) ইমবাইবিশন     (খ) ব্যাপন
(গ) অভিস্রবণ     (ঘ) প্রস্বেদন
১৯। কার রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি?
(ক) পুরুষ     (খ) শিশু 
(গ) নারী     (ঘ) যুবক

২০। কোন রক্তকণিকা হেপারিন নিঃসৃত করে?
(ক) লিম্ফোসাইট     (খ) নিউট্রোফিল 
(গ) মনোসাইট     (ঘ) বেসোফিল
২১। জীবাণু ভক্ষণ করে কোন কণিকা?
(ক) নিউট্রোফিল     (খ) ইত্তসিনোফিল 
(গ) বেসোফিল     (ঘ) থ্রম্বোসাইট
২২। অণুচক্রিকার গড় আয়ু কতদিন?
(ক) ২-১০ দিন     (খ) ৫-১০ দিন 
(গ) ৭-১০ দিন     (ঘ) ৮-১০ দিন
২৩। মনোসাইট নামক শ্বেত কণিকা কোন প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে?
(ক) ফ্যাগোসাইটোসিস     
(খ) ফাইব্রিনোজেন 
(গ) অ্যান্টিবডি     
(ঘ) থ্রোম্বোপ্লাস্টিন

২৪। রক্তের অদ্রবণীয় প্রোটিন, যা দ্রুত সুতার মতো জাল তৈরি করে, তাকে কী বলে?
(ক) থ্রম্বোপ্লাসটিন     
(খ) নিউট্রোফিল 
(গ) বেসোফিল     
(ঘ) ফাইব্রিন
২৫। কোন গ্রুপের রক্ত সবাইকে দেওয়া যায়?
(ক) B-(ve)     
(খ) AB+(ve) 
(গ) O-(ve)     
(ঘ) A-(ve)
নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
২৬। সোহাগের রক্তের ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) a, b অ্যান্টিবডি আছে 
(খ) কোনো অ্যান্টিজেন নেই 
(গ) A, B অ্যান্টিজেন আছে 
(ঘ) শুধু A অ্যান্টিজেন আছে

২৭। সর্বজনীন রক্তদাতা ও গ্রহীতার ধারণা অনুসারে-
i. জিসান সোহাগকে রক্ত দিতে পারবে
ii. সোহাগ রাতুলের রক্ত গ্রহণ করতে পারবে
iii. তামিম জিসানকে রক্ত দিতে পারবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii     (খ) i ও iii 
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii
২৮। শরিফের ব্লাড গ্রুপ AB+, মিথুনের AB- এবং রায়হানের O- হলে মিথুন-
i. শফিককে ব্লাড দিতে পারবে
ii. মিথুনের থেকে ব্লাড নিতে পারবে
iii. রায়হানকে ব্লাড দিতে পারবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii     (খ) i ও iii 
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

২৯। সর্বজনীন রক্তদাতা বা গ্রহীতার ধারণা যদিও বর্তমানে খুব একটা প্রযোজ্য নয়, তবু উক্ত ধারণা অনুসারে তাত্ত্বিক বিবেচনায় রাফিনের রক্তের প্রয়োজন হলে কার কাছ থেকে রক্ত নিতে পারবে?
(ক) তামিম     
(খ) তাসমিয়া 
(গ) রাতুল     
(ঘ) তামিম ও রাতুল
৩০। তাসমিয়া-
i. রক্তে AB অ্যান্টিজেন বহন করে
ii. রাফিনকে রক্ত দান করতে পারবে
iii. তামিমের রক্ত গ্রহণ করতে পারবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii     (খ) i ও iii 
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সবুজ সাহেবের রক্তের গ্রুপ এমন তিনি সবার থেকে রক্ত গ্রহণ করতে পারেন।
৩১। সবুজ সাহেবের রক্তের গ্রুপ কোনটি?
(ক) AB   (খ) A  (গ) B  (ঘ) O
৩২। উক্ত রক্তের বৈশিষ্ট্য হলো- 
i. লোহিত রক্ত কণিকার পরিমাণ কম
ii. অ্যান্টিজেন আছে
iii. অ্যান্টিবডি নেই
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii     (খ) i ও iii 
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii

৩৩। মানুষের হৃৎপিণ্ডের প্রাচীরের মাঝের স্তর কোনটি?
(ক) পেরিকার্ডিয়াম     
(খ) এপিকার্ডিয়াম 
(গ) মায়োকার্ডিয়াম     
(ঘ) এন্ডোকার্ডিয়াম
৩৪। CO2 সমৃদ্ধ রক্ত বহন করে-
i. ফুসফুসীয় ধমনি 
ii. ফুসফুসীয় শিরা 
iii. নিম্ন মহাশিরা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii     (খ) i ও iii 
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii
৩৫। কোনটির ভেতর দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে?
(ক) মহাধমনি     
(খ) উর্ধ্ব মহাশিরা 
(গ) ফুসফুসীয় ধমনি     
(ঘ) ফুসফুসীয় শিরা
৩৬। অক্সিজেনসমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের কোনটি অতিক্রম করে?
(ক) ট্রাইকাসপিড ভালভ 
(খ) পালমোনারি কপাটিকা 
(গ) পালমোনারি ধমনি 
(ঘ) বাইকাসপিড ভালভ


উত্তর: ১৬. গ, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. খ, ২০. ঘ, ২১. ক, ২২. খ, ২৩. ক, ২৪. ঘ, ২৫. গ, ২৬. গ, ২৭. ক, ২৮. খ, ২৯. গ, ৩০. খ, ৩১. ক, ৩২. গ, ৩৩. গ, ৩৪. খ, ৩৫. ঘ, ৩৬. ঘ।